ঢাকা মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

ভারতে পালানোর সময় চেকপোস্টে আ.লীগ নেতা আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ০৮:২৮ পিএম
আওয়ামী লীগ নেতা এসএম মুনির। ছবি- রূপালী বাংলাদেশ

ভারতে পালানোর সময় চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মুনিরকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাকে আটক করে দর্শনা জয়নগর আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ। আটক এসএম মুনির গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার জহিরুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন ইমিগ্রেশন পুলিশের এসআই তুহিন হাসান।

জানা গেছে, ভারতে প্রবেশের জন্য দর্শনা চেকপোস্টে পৌঁছান এসএম মুনির। এ সময় তার পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইবাছাই করা হয়। তার নামে মামলা থাকায় তাকে আটক করা হয়।

ইমিগ্রেশন পুলিশের এসআই তুহিন হাসান বলেন, এস এম মুনির গোপালগঞ্জ সদর থানার ফৌজদারী মামলার আসামি। বিদেশ গমনে নিষেধাজ্ঞা ছিল তার। তাকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। 

দর্শনা থানার ওসি মোহাম্মদ শহীদ তিতুমির জানান, আটক আওয়ামী লীগ নেতা এসএম মুনির গোপালগঞ্জ থানার একটি ফৌজদারি মামলার আসামি। বিষয়টি গোপালগঞ্জ পুলিশকে জানানো হয়েছে—ওনারা আসলে উক্ত আসামিকে তাদের কাছে হস্তান্তর করা হবে।