ঢাকা শনিবার, ২৪ মে, ২০২৫

ইনানী সৈকতে ভেসে আসা ডলফিন নিয়ে হুলুস্থুল কাণ্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ০৮:৩৬ এএম
ছবি- সংগৃহীত

কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসা ৫০ কেজি ওজনের একটি ডলফিন নিয়ে হুলুস্থুল কাণ্ড ঘটেছে। জীবিত ডলফিনটিকে দেখতে ভিড় জমায় মানুষ। তবে ডলফিনটির শরীরে আঘাতের চিহ্ন  ছিল।

শুক্রবার (২৩ মে) বিকেলে ইনানী সৈকতে ভেসে আসে ডলফিনটি। দুই ঘণ্টা পর বিচ কর্মী ও বন বিভাগের সহযোগিতায় সেটিকে ছেড়ে দেওয়া হয়।

ইনানী সৈকতে দায়িত্বরত বিচ কর্মী বেলাল জানান, ‘জোয়ারের পানিতে আহত একটি ডলফিন ভেসে আসে। বেশ কয়েকবার ডলফিনটিকে সাগরে ফেরানোর চেষ্টা করা হয়। পরে বন বিভাগের সহযোগিতায় সেটিকে গভীর সাগরে ছেড়ে দেওয়া হয়।’

বিচ কর্মী মোহাম্মদ বেলাল বলেন, ‘আটকে পড়া ৫০ কেজি ওজনের ডলফিনটিকে নিয়ে পর্যটকরা ছবি তুলে এবং টেনে বালিয়াড়িতে আনার চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওটাকে উদ্ধার করি। বেশ কয়েকবার পানিতে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডলফিনটি সাগরে ফিরে যেতে পারেনি। প্রাথমিকভাবে দেখা যায়, ডলফিনটির মাথায় এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে। পরে বন বিভাগের সহযোগিতায় সেটিকে গভীর সাগরে ছেড়ে দেওয়া হয়।’

ইনানীর বাসিন্দা কবির বলেন, ‘সৈকতে জোয়ারের পানির সঙ্গে একটি কালো রঙের ডলফিন ভেসে আসে। প্রথমে বড় মাছ মনে করেছিলাম। পরে পানি কমে গেলে দেখা যায়, এটি ডলফিন।’

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানীর রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, ‘ডলফিনটির মাথায় ও পেটে আঘাতের চিহ্ন দেখা যায়। এটির দৈর্ঘ্য ১০ ফুটের মতো হবে।’