ঢাকা মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

বিজিবির কাছে একে-৪৭সহ আরাকান আর্মির আত্মসমর্পণ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০১:৩২ পিএম
বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা, অস্ত্রসহ আত্মসমর্পণ করল আরাকান আর্মির সদস্য। ছবি- রূপালী বাংলাদেশ

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’র মধ্যে চলমান তুমুল সংঘর্ষের কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। প্রাণ বাঁচাতে ওই সংঘাতে জড়িত অনেক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত দিয়ে একজন সশস্ত্র আরাকান আর্মি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন। পরে তিনি আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারী ওই যুবকের নাম জীবন তঞ্চঙ্গা (২১)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার গর্জনবুনিয়া গ্রামের চিংমং তঞ্চঙ্গ্যার ছেলে বলে দাবি করেন।

বিজিবির বরাতে জানা গেছে, ‘তার কাছ থেকে একটি বিদেশি একে-৪৭ রাইফেল, ৫২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।’

জীবন তঞ্চঙ্গা জানান, ‘নিরাপত্তাহীনতায় ভুগে তিনি মংডুর একটি ক্যাম্প থেকে পালিয়ে এসেছেন।’

তার ভাষ্য অনুযায়ী, ‘মিয়ানমারের বিভিন্ন ক্যাম্প থেকে আরও প্রায় ৩০০ জন আরাকান আর্মি সদস্য পালিয়ে এসেছে এবং তারা যেকোনো সময় বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেন।’

উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু এলাকায় সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। এ কারণে বাংলাদেশ সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি ও উখিয়া এলাকায়ও প্রভাব পড়ছে।