কক্সবাজারের উখিয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে পালংখালী ইউনিয়নের কাটাখাল সীমান্ত এলাকা থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জানতে পারে যে, মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এই তথ্যের ওপর ভিত্তি করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল কাটাখাল এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
আনুমানিক রাত ৮টা ১০ মিনিটের দিকে মিয়ানমারের দিক থেকে সাতজন ব্যক্তিকে কয়েকটি ব্যাগসহ আসতে দেখে বিজিবি সদস্যরা। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা তাদের সঙ্গে থাকা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে রাতের অন্ধকারে পালিয়ে যায়।
পরবর্তীতে বিজিবি সদস্যরা ব্যাগগুলো তল্লাশি করে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন আরও বলেন, ‘অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।’
এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো আইনি প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন