ঢাকা রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

রামুতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৫, ০৯:০৭ পিএম
রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ। ছবি- রূপালী বাংলাদেশ

কক্সবাজারের রামুতে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও চার জনকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

রোববার (২৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামুর স্বপ্নতরী পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঢাকা থেকে প্রাইভেটকারে কয়েকজন যাত্রী কক্সবাজার যাচ্ছিলেন। পথে মারসা পরিবহণের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুই যাত্রী মারা যান।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈয়বুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে।’

দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। রামুতে এ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।