ঢাকা রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

জলসীমা অতিক্রম না করার শর্তে আটক ১২২ জেলেকে ফেরত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:৪৪ পিএম
আটককৃত জেলেরা। ছবি- রূপালী বাংলাদেশ

ট্রলারসহ কোস্টগার্ডের হাতে আটক ১২২ জেলেকে জলসীমা অতিক্রম না করার অঙ্গীকারে স্ব স্ব মালিক ও পরিবারের কাছে ফেরত দেওয়া হয়েছে।

এর মধ্যে ট্রলারে থাকা ৯৩ জন রোহিঙ্গাকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ক্যাম্পের এপিবিএন পুলিশের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। বাকি ২৯ জন বাংলাদেশি জেলে ও ১৯ ট্রলার পুলিশের মাধ্যমে স্ব স্ব মালিক ও পরিবারকে হস্তান্তর করা হয়।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর।

ওসি আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, ‘শনিবার সকালে তাদের পুলিশের হেফাজতে দেওয়া হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন পুলিশের সিদ্ধান্ত অনুসারে ক্যাম্পে পাঠানো হয়।’

ওসি আরও বলেন, ‘বাকি ২৯ জন বাংলাদেশি জেলে ও ১৯ ট্রলার কোস্টগার্ডের সিদ্ধান্তে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অতিরিক্ত দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরীর উপস্থিতিতে সামাজিক বিচারের মাধ্যমে ট্রলার মালিক সমিতির নেতা ও মালিকগণের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গত শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা পর্যন্ত নাফ নদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমার জলসীমায় ঢোকা ১৯ ট্রলারসহ ১২২ জেলেকে ফেরত এনেছিল কোস্টগার্ড সদস্যরা।

ফেরত আনা জেলেদের শাহপরীর দ্বীপ কোস্টগার্ড স্টেশনে হেফাজতের পর তাদের থানা পুলিশে সোপর্দ করা হয়েছিল।