কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের পর স্বামীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। রাতের আঁধারে সংঘটিত এই নৃশংস ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাতককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কক্সবাজার সদরের ঝিলংজা উত্তরণ আবাসিক এলাকায় রোববার রাত সাড়ে ১২টার দিকে ঘটে এই হত্যাকাণ্ড। নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। তার বাড়ি রাঙামাটি জেলায়।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. ইলিয়াস খান জানান, ঘাতককে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় ভুক্তভোগী নারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বীরেল চাকমা (৫৪)। হত্যার পর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।
স্থানীয়রা জানায়, বিরেল কয়েক মাস ধরে কক্সবাজারের ঝিলংজার উত্তরণ আবাসিকের ভেতরে ভাড়া থাকে। আর নিহত রঞ্জন ও তার স্ত্রী কালো দেবী চাকমা রাঙামাটি থেকে আনারস নিয়ে বিক্রির উদ্দেশে কক্সবাজারে আসে। পরিচয়ের সুবাদে আশ্রয় নেন পরিচিত ঘাতক বিমলের বাসায়।
স্থানীয়দের অভিযোগ, বীরেল মদ্যপ অবস্থায় পাশের কক্ষে গিয়ে রঞ্জনের স্ত্রী কালো দেবী চাকমাকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে বাগবিতণ্ডার একপর্যায়ে রঞ্জন চাকমাকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করে বীরেল। বর্তমানে ঘাতক পুলিশ হেফাজতে আছে। আর ধর্ষণের শিকার নারী চিকিৎসাধীন। নৃশংস এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই মর্মান্তিক ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।