কক্সবাজারের রামুতে একটি বৌদ্ধ বিহার থেকে এক শ্রামণের (শিক্ষানবিশ ভিক্ষু) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে ফতেখাঁরকুল ইউনিয়নের শ্রীকুল পুরাতন রাখাইন বৌদ্ধ বিহার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ভিক্ষুর নাম থুই নু মং মারমা, পরিচয় কিমা চারা (২২)। তিনি রাঙামাটির কাউখালী উপজেলার দাপুয়া গ্রামের মং শিপ্রু মারমার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে বিহারের অন্য ভিক্ষুরা শ্রামণকে তার কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রামু থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
রামু থানার ওসি মো. তৈয়বুর রহমান জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্রামণ আত্মহত্যা করেছেন। তবে বিষয়টি নিশ্চিত করার জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।’
ওসি আরও বলেন, ‘বিষয়টি খতিয়ে দেখার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন