কক্সবাজার র্যাব-১৫-এর উপ-অধিনায়ক মেজর এহতেশামুল হক বলেছেন, মাদক নির্মূলে শুধু প্রশাসন নয়, সামাজের প্রত্যেক নাগরিককে এগিয়ে আসতে হবে। সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
বুধবার (৮ অক্টোবর) সকালে চকরিয়ার কাকারা বটতলী এলাকায় র্যাব-১৫ কর্তৃক আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেজর এহতেশামুল হক খান বলেন, ‘মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়। একজন মাদকাসক্ত ব্যক্তি ধীরে ধীরে নিজের মানসিক, শারীরিক ও সামাজিক শক্তি হারায়। সে হারায় নিজের ভবিষ্যৎ, আর তার পরিবার হারায় হাসি-খুশি জীবন।’
তিনি বলেন, ‘আমরা চাই, প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়। তরুণ প্রজন্মকে এই ভয়াল ছোবল থেকে রক্ষায় প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।’
-20251008120641.jpg)
মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথসহ অন্যান্যরা।
মাদকবিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভায় আগত ছাত্র ও শিক্ষকরা র্যাবের মাদকবিরোধী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
পরে অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী তুলে দেন অতিথিরা। আয়োজিত সভায় স্থানীয় নানা পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন