ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

লাকসামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৪:৪৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার লাকসাম উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (২৫ জুলাই) লাকসাম পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সংগঠনটির উপজেলা শাখা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির লাকসাম শহর শাখার সভাপতি মো. নাজমুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মাজহারুল ইসলাম।

অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাব ফয়জুন্নেছা সরকারি কলেজ শিবিরের সভাপতি রিফাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে দলীয় সংসদ সদস্য প্রার্থী ড. সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা শিবির সভাপতি মহিউদ্দিন রনি, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ আদালত, কুমিল্লা)-এর পিপি অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, গাজীমুড়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হান্নান, লাকসাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এনায়েত উল্লাহ।

এ ছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের জেলা সেক্রেটারি জাহিদুল ইসলাম চৌধুরী, পৌর জামায়াতের সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা মাওলানা সহিদ উল্লাহ, জেলা প্রচার সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া আজাদ, লাকসাম পূর্ব সভাপতি রিয়াজ হোসেন এবং পশ্চিম শাখা সভাপতি সাইফুল ইসলাম সুমন।

এ সময় লাকসাম উপজেলার ২৯টি স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।