কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাস স্টেশনে মো. আল-মামুন (৩৫) এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আল-মামুন উপজেলার শোলাকান্দি গ্রামের মোশাররফ হোসেন ওরফে মুকবুল মেম্বারের ছেলে।
জানা যায়, তার বিরুদ্ধে দাউদকান্দি ও তিতাস থানায় ২৩টি মামলা রয়েছে।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, ‘আল-মামুন কক্সবাজারগামী বাসে ঢাকা থেকে ওঠেন। বাস গৌরীপুর স্টেশনে থামলে পানি কিনতে নামার সময় ৩-৪ জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর আকস্মিক হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঘটনাস্থলেই আল-মামুনের মৃত্যু হয়। হামলাকারীরা পালিয়ে যায়। আহত অবস্থায় তাকে উদ্ধার কিংবা চিকিৎসা না করানোয় দ্রুত তার মৃত্যু হয়।’
স্থানীয়রা জানান, মামুন দীর্ঘদিন ধরে গৌরীপুর এলাকায় মাদক ব্যবসা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন এবং এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। পুলিশের বরাত দিয়ে জানা গেছে, গত ২৪ ফেব্রুয়ারি রাত ৪টার দিকে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে আল-মামুনের কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ও ৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়। পরে জামিনে মুক্তি পান তিনি।’
স্থানীয়রা বলেন, ‘তিনি এলাকায় ক্ষমতা প্রয়োগ করতেন এবং বহুদিন ধরে নানা ধরনের অপরাধে জড়িত ছিলেন।’
ওসি জুনায়েত চৌধুরী আরও বলেন, ‘মামুনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তার মৃত্যুর পেছনে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ ও চাঁদাবাজিকে কেন্দ্র করে বিরোধ এবং প্রতিশোধ থাকতে পারে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে। শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।’