ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

জিপিএ-৫ প্রাপ্তদের সকল শিক্ষার্থীদের সংবর্ধনা

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ১০:৪১ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে প্রথমবারের মতো একটি সংগঠনের পক্ষ থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী সোনাকান্দা দারুল হুদা বহুমুখী কামিল মাদ্রাসা কমপ্লেক্সে বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা আয়োজিত “স্কলারশিপে বহির্বিশ্বে পড়াশোনার গুরুত্ব ও করণীয়” শীর্ষক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ তা’লীমে হিজবুল্লাহর আমীর ও সোনাকান্দা দরবার শরীফের পীর, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহমুদুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা আবুজর মোহাম্মদ শামসুদ্দোহা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইডিপি এডুকেশনের ম্যানেজার রুহুল আমিন সা'দ।

আলোচনা আরও সভায় আরও বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান ড. মো. হাবীবুর রহমান, কাজী নোমান আহমেদ কলেজের সহকারী অধ্যাপক ড. মনিরুজ্জামান, সাংবাদিক ও গবেষক ড. কাজী হাফেজ মো. ছলিম উল্লাহ খান, দারুন্নাজাত মাদ্রাসার প্রভাষক মুহাম্মদ আবু হানিফ, রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম, ইসলামী যুব কাফেলার কেন্দ্রীয় সভাপতি সাইদুল ইসলাম আল আমিন মাহমুদী, সাধারণ সম্পাদক হাফেজ মো. কামরুল হাসান ছিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মো. সফিকুল ইসলাম ভূঁইয়া।

অনুষ্ঠানে ২০২৫ সালে মুরাদনগরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৫৫ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

সবশেষে কৃতী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।