ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাইলস্টোনের শিক্ষার্থী মাহতাবের কবর জিয়ারত বিএনপি নেতাদের

বাসস
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১০:৫৫ এএম
মো. মাহতাব রহমান ভূঁইয়ার কবর জিয়ারত করেন কুমিল্লা বিএনপির নেতারা। ছবি- সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী মো. মাহতাব রহমান ভূঁইয়ার কবর জিয়ারত করেছেন কুমিল্লা বিএনপির নেতারা। 

মাহাতাবের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার চুলহাস গ্রামে।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সির নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের নেতারা শনিবার মাহতাবের কবর জিয়ারত করেন। 

এ সময় শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা বলেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভুঁইয়া। তিনি গভীর শোক ও আন্তরিক সমবেদনা জানান।

ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা প্রকাশ করেন। এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে পরিবারটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শোকাহত পরিবারের পাশে থাকবে তাদের দল।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।