ঢাকা বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

মুসলিম বন্ধুর জানাজায় কাঁদা সেই সুধীর বাবু আর নেই

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ১০:৫৬ এএম
সুধীর চন্দ্র দাস (সুধীর বাবু) (৭৪)। ছবি- সংগৃহীত

ছোটবেলার বন্ধু আমীর হোসেন সওদাগরের জানাজায় গাছের গুঁড়িতে বসে নিঃশব্দে কাঁদতে দেখা গিয়েছিল যাকে- সেই সুধীর চন্দ্র দাস (সুধীর বাবু) আর নেই।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের চাপাচৌঁ গ্রামে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

সুধীর বাবু দুই ছেলে, পাঁচ কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার রাতেই নিজ গ্রামে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

তার ছেলে অর্জুন চন্দ্র দাস জানান, ‘বাবা ও আমীর হোসেন চাচা ছোটবেলা থেকেই এক সঙ্গে খেলাধুলা ও আড্ডা দিয়ে বড় হয়েছেন। পরবর্তীতে দু’জনেই গুণবতী বাজারের ব্যবসায়ী হয়ে ওঠেন। কর্মব্যস্ততার মাঝেও তারা প্রতিদিনই দেখা করতেন। চাচার মৃত্যুর পর বাবা মানসিকভাবে অনেক ভেঙে পড়েছিলেন।’

২০২১ সালের ৮ সেপ্টেম্বর গুণবতী বাজারের ব্যবসায়ী আমীর হোসেন সওদাগরের জানাজায় সুধীর বাবুর কান্নার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। জানাজার মাঠে একপাশে গাছের গুঁড়িতে বসে চোখ মুছতে দেখা যায় তাকে। ছবিটি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়, লাখ লাখ মানুষ শেয়ার করে লিখেছিলেন- ‘বন্ধুত্ব মানে না জাত-ধর্ম।’

স্থানীয়রা জানান, আমৃত্যু দুই বন্ধুর সম্পর্ক ছিল নিখাদ ও নিবিড়। শত ব্যস্ততার মাঝেও তারা একে অন্যের সঙ্গ ছাড়া থাকতে পারতেন না।