ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নাশকতার নায়ক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকাশ গ্রেপ্তার

সাভার প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০১:৪২ পিএম
গ্রেপ্তার ছাত্রলীগ নেতা আকাশ। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আকাশ হোসেন যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১০ নভেম্বর) রাতে সাভারের রেডিও কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া।

গ্রেপ্তারকৃত আকাশ (২৬) ঢাকার নবাবগঞ্জের উত্তর বালুরখন্দ এলাকার বাসিন্দা। তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ৪ নম্বর সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, সাভার-আশুলিয়া এলাকায় আন্দোলনকারীদের গুলি করে হত্যা এবং অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে আকাশের বিরুদ্ধে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব কর্মকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সাভার ও আশুলিয়া এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেটওয়ার্ক শনাক্তে অভিযান চলমান।

ওসি জুয়েল মিয়া বলেন, সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড দমনে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।