দিনাজপুরের পার্বতীপুরে পুলিশের পরিচয়ে প্রতারণা ও মাতলামির অভিযোগে মোক্তার হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৯ আগস্ট) গভীর রাতে পার্বতীপুর মডেল থানায় মাতলামি করার সময় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ দিনের কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা করা হয়।
মোক্তার পার্বতীপুর পৌরসভার ধুপি পাড়া এলাকার মোসলেম মুন্সির ছেলে।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরেই তিনি নিজেকে পুলিশের সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। মাঝে মধ্যেই তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা যেত।
ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় মোক্তার সরাসরি পার্বতীপুর মডেল থানায় প্রবেশ করেন। সেখানে ডিউটি অফিসার ও অন্যান্য পুলিশ সদস্যদের সামনে নিজেকে পুলিশের ‘সিনিয়র সাব-ইন্সপেক্টর’ পরিচয় দিয়ে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উসকানিমূলক বক্তব্য দেন এবং অকথ্য ভাষায় গালাগাল শুরু করেন।
একপর্যায়ে থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের কক্ষে ঢুকে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পুলিশ তাকে আটক করে। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন থানায় উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে দণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘মোক্তারের বিরুদ্ধে পুলিশের পরিচয় দিয়ে নানা ধরনের অপকর্ম করার অভিযোগ রয়েছে। আজ সে নিজেই থানায় এসে ধরা খেয়েছে।’
আপনার মতামত লিখুন :