দিনাজপুরের বিরামপুরে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ এবং এদের অঙ্গসংগঠনগুলোর দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা আয়োজনে দেশজুড়ে ধর্মীয় উগ্রবাদী কর্মকাণ্ড, সহিংসতা, হত্যা ও হত্যার হুমকি এবং দেশবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বাদ জুমা বিরামপুর শহরের চাঁদপুর আহলে হাদিস জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা মোড়ে গোলচত্বরায় গিয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন শেষে আবার বিক্ষোভ মিছিলটি চাঁদপুরে ফিরে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘ইসকনের কার্যক্রম বন্ধ করো’, ‘ইসকন হটাও, দেশ বাঁচাও’, ‘ইসকন নিষিদ্ধ করো, সম্প্রীতি রক্ষা করো’, ‘অপহরণ, খুন, ধর্ষণ, ইসকনের দর্শন’, ‘ইসকন জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ আহলে হাদিস যুবসংঘ, দিনাজপুর পূর্ব সাংগঠনিক জেলা শাখার সভাপতি সাইফুর রহমান বলেন, ‘ইসকন প্রকাশ্যে এবং গোপনে অনেক হত্যাকাণ্ডে জড়িত। তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় মুসলিম নারীদের অপমান করে। তাদের লোকজন মুসলিম নারীদের প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই তাকে হুমকি, হয়রানি, গুম এমনকি খুনও করা হয়। তাদের এই সন্ত্রাসী কার্যক্রম দ্রুত বন্ধ করতে হবে। ইসকন যেভাবে বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে তা অনতিদ্রুত দমন করতে হবে এবং তাদের সকল অপরাধের বিচারের ব্যবস্থা করতে হবে। সর্বোপরি ইসকনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।’
আহলে হাদিস আন্দোলনের অঙ্গসংগঠন সোনামনি কেন্দ্রীয় সহকারী পরিচালক আবু তাহের মেজবা বলেন, ‘ইসকন নামের এই জঙ্গি সংগঠন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ও ছদ্মবেশে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রম দেখে মনে হয় তারা আমাদের মুসলিম ভাইদের টার্গেট কিলিং মিশনে নেমেছে। এরা আমাদের বোনদের টার্গেট করে প্রেমের প্রস্তাব, মিথ্যা বলা ও বিয়ের নাম করে জোরপূর্বক ধর্মান্তরিত করছে। আমরা এই ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। অন্যথায় বাংলার মুসলিম ভাইেরা বসে থাকবে না। ইসকন নিষিদ্ধ করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন