বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দিনাজপুরের বিরামপুরে এ মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।
৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দলের চলমান কর্মসূচির অংশ হিসেবে একযোগে দিনাজপুর-৬ সংসদীয় আসনের বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর এই চারটি উপজেলায় দলের পক্ষ থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
শুক্রবার সকালে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর শওকত আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম ও অপর সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরা, উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে সকাল থেকেই রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। ফ্রি মেডিক্যাল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর বিনামূল্যে ঔষধ পেয়ে গরিব রোগীদের মধ্যে আত্মতৃপ্তি ও সন্তুষ্টি দেখা গেছে। বিভিন্ন ধরনের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে উপস্থিত রোগীরা আশা প্রকাশ করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন