দিনাজপুরের হিলি স্থলবন্দরের চেকপোস্ট এলাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি–বিএসএফের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) হিলি সীমান্তের গেটের শূন্যরেখা সংলগ্ন ২৮৫/১১ এস পিলারের বাংলাদেশ অংশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল এবং ভারতের ৮৯ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী কং ইয়ানবার নেতৃত্বে বিএসএফের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
সৌজন্য সাক্ষাৎ শুরুর আগে দুই বাহিনীর সদস্যরা ফুল ও মিষ্টি দিয়ে একে অপরকে শুভেচ্ছা জানান। পরে উভয় দেশের প্রতিনিধি দল বৈঠকে বসে সীমান্ত এলাকায় শান্তি–শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান প্রতিরোধ, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোসহ সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন।
বৈঠকে দুই বাহিনী সীমান্ত এলাকায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি শেষ হয়।


