ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

উত্তরবঙ্গ দিল্লির প্রেসক্রিপশনে পরিচালিত হয়েছে : সাদিক কায়েম

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০৯:৪০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, উত্তরবঙ্গ দীর্ঘদিন ধরে ভারতের প্রেসক্রিপশন ও দিল্লির দালালদের মাধ্যমে পরিচালিত হয়েছে। ফলে এই অঞ্চলের যে অপার সম্ভাবনা ছিল, তা পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় দিনাজপুরের বীরগঞ্জে আয়োজিত বীরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র-যুব-নাগরিক সমাবেশ-২০২৫ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভিপি সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ সমাজ ক্ষমতার কেন্দ্রে উঠে এসেছে। ফ্যাসিবাদী আমলে তরুণদের রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তরুণরাই প্রমাণ করেছে কীভাবে দেশকে ভালোবাসতে হয়, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে হয় এবং সমাজের বৈষম্য দূর করতে হয়।

তিনি আরও বলেন, জুলাই বিপ্লব ছিল মূলত তরুণদের বিপ্লব। তরুণরাই সব রাজনৈতিক শক্তিকে এক কাতারে দাঁড় করিয়েছে। শহীদদের আত্মত্যাগ আমাদের পথ দেখিয়েছে। তাদের রক্তের বিনিময়েই আমরা আজ একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

ভিপি সাদিক বলেন, এই নতুন বাংলাদেশে আমাদের প্রত্যাশা একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা করা- যেখানে ক্ষমতা থাকবে জনগণের হাতে, তরুণদের হাতে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. মতিউর রহমান।

এ সময় আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা।