ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

ফেনীতে কৃষক দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: জুন ২৮, ২০২৫, ০৪:০৩ পিএম
কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করছেন বিএনপি নেতা মশিউর রহমান বিপ্লব। ছবি- রূপালী বাংলাদেশ

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব।

শনিবার (২৮ জুন) সকালে স্থানীয় ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা ময়দানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মশিউর রহমান বিপ্লব বলেন, ‘আমাদের প্রত্যেকের উচিত বাড়ির চারপাশে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগানো। এসব গাছ থেকে আমরা ফল, ফুল ও বিশুদ্ধ অক্সিজেন পেতে পারি। বনভূমির অভাবেই আমাদের নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। জীববৈচিত্র্য রক্ষায় পর্যাপ্ত বনভূমির কোনো বিকল্প নেই।’

এ সময় উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান সিরাজী, সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুবুল হক জসিম, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি সাঈদুল করিম ভূঞা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক হাফিজুর রহমান, সদস্যসচিব মোশাররফ হোসেন রিয়াদ, যুগ্ম আহ্বায়ক শেখ আবদুল গণি, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলাউদ্দিন ও সদস্যসচিব শহিদুল্লাহ শহিদ,
যুগ্ম আহ্বায়ক মিনার, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ হোসেন জ্যাকি প্রমুখ।