ঢাকা মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫

জুলাই যোদ্ধাদের স্যালুট জানালেন আসিফ আকবর

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:৩৯ পিএম
জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। ছবি- সংগৃহীত

আজ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। এ দিনটিতেও সোশ্যাল মিডিয়ায় সরব রয়েছেন ‘বাংলা গানের যুবরাজ’খ্যাত এ সংগীতশিল্পী। ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শুরু থেকেই সংহতি প্রকাশ করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর।

মঙ্গলবার (১ জুলাই) সকাল ৬টার দিকে আসিফ তার সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জুলাইযোদ্ধাদের স্যালুট জানিয়েছেন।

আসিফ লিখেছেন, ‘হ্যালো জুলাই। জানি তোমাদের আশ্রয় দরকার নেই, তবুও আমরা আছি তোমাদের পাশে। স্যালুট।’

আসিফ সবসময়ই জুলাই আন্দোলনের যোদ্ধাদের প্রেরণা ও ভালোবাসা জানিয়ে আসছেন। গত বছর (২০২৪) ২৮ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে তার সঙ্গে একই ছবিতে দেখা গেছে।

সেই ছবি আসিফ ফেসবুকে পোস্ট করে লিখেছিলেন, ‘জুলাই বিপ্লবের দুই সফল অধিনায়ক এসেছিলেন ধন্যবাদ জানাতে জেন জেডের পক্ষ থেকে। তাদের সঙ্গে দেশ, সমাজ, রাজনীতির পাশাপাশি সংগীত আর মিডিয়া নিয়েও গল্প হলো। এরা যথেষ্ট জ্ঞানী এবং স্মার্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ খুব স্ট্রেইটকাট ছেলে, সারজিস আলম মৃদুভাষী।’

তিনি আরও লিখেছিলেন, ‘আমিও তাদের আমাদের জেড ফোর্সের পক্ষ থেকে অভিনন্দন জানিয়েছি। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবে বাংলাদেশ মুক্তি পেয়েছিল দুঃসহ অবস্থা থেকে। ছাত্র-জনতার জুলাই বিপ্লব এনে দিয়েছে আওয়ামী-বাকশালীদের খুনিতন্ত্র থেকে মুক্তি। জেড ফোর্সের নভেম্বর বিপ্লব আর জেন জেডের জুলাই বিপ্লব সমুন্নত থাকুক স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের ইতিহাসে। ভালোবাসা অবিরাম।’