ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলার পাসামিলারাম শিল্প এলাকায় একটি পারমাণবিক রিয়েক্টর বিস্ফোরণের ঘটনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩৫ জন।
জেলা প্রশাসন জানিয়েছে, সিগাচি কেমিক্যালস কারখানায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় ২৭ জন এখনো নিখোঁজ। এর মধ্যে চারজনকে শনাক্ত করা হয়েছে, বাকি ২৩ জনকে শনাক্ত করার চেষ্টা চলছে।
সিগাচি ইন্ডাস্ট্রিজের কেমিক্যাল উৎপাদন ও গবেষণা কেন্দ্রে বিস্ফোরণের পর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ।
জানা গেছে, কেন্দ্রটির রাসায়নিক রিয়েক্টরের ভেতরেই ঘটে বিস্ফোরণ। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ৩৪ জনের মৃত্যু এবং প্রাণ বাঁচানোর চেষ্টায় বহু শ্রমিক আহত হন। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
বিস্ফোরণের ঘটনায় দমকলকর্মীর দুটি ইঞ্জিন, একাধিক অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। হায়দরাবাদ প্রশাসন ও তেলেঙ্গানা রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী তৎপর হয়ে পরিস্থিতি খতিয়ে দেখছে।
এই বিস্ফোরণ কীভাবে ঘটেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অত্যন্ত সংবেদনশীল কোনো রাসায়নিক প্রক্রিয়ার সময় ত্রুটিজনিত কারণেই ঘটে থাকতে পারে এই দুর্ঘটনা। পুলিশ ও ফরেনসিক বিভাগ তদন্ত শুরু করেছে।
এ দুর্ঘটনা নিয়ে সিগাচি ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। নিহতদের প্রতি শোকজ্ঞাপন জানিয়েছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লিখেছেন, তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমাদের সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে প্রতিটি নিহতের পরিবারকে ২ লাখ টাকা ও আহতদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন তিনি।