ঢাকা বুধবার, ০২ জুলাই, ২০২৫

৪২-এ এসে রোনালদো জানালেন তার ইচ্ছের কথা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১, ২০২৫, ০৩:৫৬ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

ক্রিশ্চিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জল্পনা-কল্পনার অবসান হলো। ইউরোপ, লাতিন আমেরিকা এমনকি যুক্তরাষ্ট্রের ক্লাবের প্রস্তাব ফিরিয়ে দিয়ে সিআর সেভেন পুরোনো ডেরাতেই থিতু হয়েছেন।

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি বাড়িয়েছেন এই পর্তুগিজ তারকা। অর্থাৎ ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে।

রোনালদোর ইচ্ছের কথা শুনলে আরও অবাক হতে হয়– তিনি সারা জীবন সৌদিতেই কাটিয়ে দেওয়ার স্বপ্ন দেখছেন!

আল নাসরের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক দীর্ঘ সাক্ষাৎকারে রোনালদো নিজের এই সিদ্ধান্তের পেছনে থাকা পরিকল্পনা, আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা বিস্তারিতভাবে বলেছেন।

একই সঙ্গে সৌদি আরব না ছাড়ার দৃঢ় সংকল্পও ব্যক্ত করেছেন তিনি। সৌদি আরবকে ‘শান্তির দেশ’ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি এবং আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।’

তার পরিবার সবসময় তার সিদ্ধান্তকে সম্মান করে এবং তারা সৌদি আরবে খুবই সুখে আছেন বলেও জানান সিআর সেভেন। মানুষ তাদের প্রতি যে ভালোবাসা ও আন্তরিকতা দেখিয়েছে, তার জন্যই তারা নিজেদের জীবন এখানেই কাটাতে চান।

গত ২৫ জুন আল নাসর রোনালদোর সঙ্গে এই নতুন চুক্তি সম্পন্ন করে। জানা গেছে, ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটি ক্লাব থেকে প্রস্তাব এলেও রোনালদো সেগুলোতে সাড়া দেননি।

তার মনোযোগ এখন বিশ্রাম, কঠোর অনুশীলন এবং আসন্ন ফুটবল বিশ্বকাপ। পর্তুগালের হয়ে সম্প্রতি নেশন্স লিগ জেতা এই কিংবদন্তির চোখ যে ২০২৬ ফিফা বিশ্বকাপে, তা তার কথাতেই স্পষ্ট।

চল্লিশোর্ধ্ব বয়সেও রোনালদো দারুণ ছন্দে আছেন, গোল করছেন এবং দলকে জেতাচ্ছেন।

ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।’ আল নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেছিলেন যে তিনি ‘পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন’।

যদিও এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেননি, সেই আক্ষেপ ঘোচাতে চান নতুন চুক্তির এই মেয়াদে। তিনি বলেন, ‘সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।’

আল নাসরের হয়ে ইতোমধ্যে আড়াই বছর খেলে ১০৫ ম্যাচে ৯৩ গোল করেছেন পর্তুগালের এই মহাতারকা। তবে এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা রয়ে গেছে সিআর সেভেনের।