যশোরে নির্মাণাধীন ৭ তলা ভবনের ৬ তলার সানসেট ভেঙে নিচে পড়ে দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সার্কিট হাউজপাড়ায় 'ইকবাল মঞ্জিলে' এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী থানার ছোট লক্ষীকুল কয়া এলাকার বাসিন্দা শামসুদ্দিনের ছেলে ইঞ্জিনিয়ার মিজানুর রহমান (৩৫), দিনাজপুর নিউটাউন এলাকার কাজী হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার কাজী আজিজুর রহমান (৩৪) ও রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ মহারাজপুর গ্রামের মৃত রমজান আলী ছেলে শ্রমিক নুরুল রাজ (৪৫)।
স্থানীয় বাসিন্দা রিজিয়া বেগম ও শ্রমিক রমজান আলী জানান, শহরের খড়কি সার্কিট হাউজপাড়ায় 'বিল্ডিং ফর ফিউচার লিমিটেডেটের' অধিনে 'ইকবাল মঞ্জিল' নামে ৭ তলা ভবনের নির্মাণ কাজ চলছে। ঘটনার সময় ৬ তলার সানসেটে পাশে ওয়ালে গাঁথুনির কাজ চলছিল। হঠাৎ সানসেট ভেঙে নিচে পড়ে গেলে ইঞ্জিনিয়ার মিজানুর, আজিজুর ও শ্রমিক নুরুল রাজ আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, ওই তিনজনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। পরে মরদেহ মর্গে পাঠানো হয়।
নির্মাণাধীন ভবনের কয়েকজন শ্রমিক জানান, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ও আজিজুর রহমান নির্মাণধীন ভবনের কাজ পরিদর্শন করার সময় হঠাৎ করে দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত আজিজুর রহমানের স্ত্রী ইশরাত জাহান জানান, দুর্ঘটনা কিছু সময় আগেও তার স্বামীর সাথে কথা বলেছেন। স্বামীর হঠাৎ করে মৃত্যু সহ্য করতে পারছেন না।
হাসপাতাল মর্গে দায়িত্বরত কোতোয়ালি মডেল থানার এস আই পায়েল জানান, নির্মাণাধীন ভবনের সানসেট ভেঙে ৩ জনের মৃত্যু হয়েছে। স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তরের আইনী প্রক্রিয়া চলছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, প্রাথমিক তদন্তে জানতে পেরেছি, নির্মাণাধীন ৭ তলা ভবনে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা ছিল না। নিহতের ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।