বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তিমূলক মন্তব্যের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী কৃষক দল ও ছাত্রদল।
গতকাল শনিবার ও আজ রোববার (২০ জুলাই) পৃথক কর্মসূচিতে নেতাকর্মীরা ক্ষোভ ও প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
কৃষক দলের বিক্ষোভ ও সমাবেশ
শনিবার (১৯ জুলাই) বিকেলে ফেনী শহরের বড় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রেসক্লাব, খেজুর চত্বর ও শান্তি চত্বর প্রদক্ষিণ করে।
এ সময় জেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সামছুদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমানুদ্দিন কায়সার সাব্বির, ফেনী বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া এবং কৃষকদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট রবিউল হক ফরহাদ।
সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমান শুধু বাংলাদেশের নয়, আজ তিনি আন্তর্জাতিক পর্যায়ের একজন রাজনীতিক। তার বিরুদ্ধে যেকোনো কুৎসা-অপপ্রচারের জবাব রাজপথেই দেওয়া হবে।’
তারা আরও বলেন, ‘পিআর পদ্ধতির নির্বাচন জনগণ মেনে নেবে না। দেশবাসী নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’
ছাত্রদলের হুঁশিয়ারি
রোববার (২০ জুলাই) সোনাগাজী উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে এনসিপি নেতাদের কটূক্তির তীব্র প্রতিবাদ জানানো হয়।
বক্তারা হুঁশিয়ারি দেন, ‘এনসিপি নেতারা যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তবে তাদের ফেনীতে ঢুকতে দেওয়া হবে না।’
পৌর ছাত্রদলের আহ্বায়ক নজরুল ইসলাম রিংকুর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন চরচান্দিয়া যুবদলের সভাপতি আবু তাহের, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মামুন, আবুল হোসেন বাবুল, জাবেদ হোসেন, পৌর বিএনপির মোহাম্মদ মোস্তফা, উপজেলা প্রযুক্তি দলের সভাপতি দেলোয়ার হোসেন রাসেলসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।
ছাত্রদলের নেতারা বলেন, ‘আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। যে নেতা ১৭ বছর ধরে হামলা-মামলা-গুমের শিকার হয়ে আজও দলের পক্ষে লড়াই করছেন, তার বিরুদ্ধে কটূক্তি কোনোভাবেই সহ্য করা হবে না।’
এনসিপির সমাবেশে সংঘাত হলে দায় নেবে না বিএনপি
এদিকে সোমবার (২১ জুলাই) ফেনীতে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র পূর্বনির্ধারিত সমাবেশকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর গুজবের তীব্র প্রতিবাদ জানিয়েছে ফেনী জেলা বিএনপি।
গতকাল শনিবার রাতে দলটির মিডিয়া সেলের মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, ‘ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে যে বিএনপি এনসিপির সমাবেশ প্রতিহতের পরিকল্পনা করছে, এ তথ্য ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সম্পূর্ণ মিথ্যা।’
বিবৃতিতে নেতারা আরও বলেন, ‘এ ধরনের গুজব ছড়িয়ে শান্তিপূর্ণ ফেনীকে অশান্ত করার পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করে তাদের আইনের আওতায় আনা হোক। আমরা দাবি জানাই, গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।’
বিবৃতিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়, বিএনপি কখনোই কোনো রাজনৈতিক দলের বৈধ কর্মসূচি প্রতিহতের নীতিতে বিশ্বাস করে না এবং এ ধরনের কর্মকাণ্ডে দলটির কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
তবে ফেনী জেলা বিএনপি সতর্কবার্তা দিয়ে জানায়, ‘যদি দলের কোনো নেতাকর্মী ব্যক্তিগতভাবে সংঘাত সৃষ্টি করেন বা উসকানিমূলক আচরণ করেন, তবে তার দায়ভার দল নেবে না এবং তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বিএনপির পক্ষ থেকে এই বিবৃতিকে রাজনৈতিক বিশ্লেষকরা গণতান্ত্রিক আচরণ এবং সহনশীল রাজনীতির উদাহরণ হিসেবে দেখছেন। তাদের মতে, রাজনৈতিক কর্মসূচির স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপির এই অবস্থান ইতিবাচক বার্তা দিচ্ছে।
আপনার মতামত লিখুন :