সোনাগাজীতে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে উপস্থিত সনাতন ধর্মালম্বী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আউয়াল মিন্টু বলেন, আমাদের মধ্যে যে সম্পর্ক এটি যেন দিন দিন আরো গাড়ো হয়। কারণ নিজেদের মধ্যে ভেদাভেদ করি, ধর্ম বর্ণ নির্বিশেষে তাহলে সে সমাজের কোন উন্নতি হয় না।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।
বুধবার (১ অক্টোবর) রাতে সোনাগাজী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ সময় তিনি বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা পৌঁছে দেন ও উপহার বিতরণ করেন।
তিনি নবাবপুর ইউনিয়নের সাহাবাড়ী সার্বজনীন শ্রী শ্রী মাতৃমন্দির, মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়ীয়া রাধা গোবিন্দ মন্দির, সোনাগাজী পৌরসভার রাধাকৃষ্ণ মন্দির, মঙ্গলকান্দি ইউনিয়নের রাজাপুর দেওয়ানজী বাড়ী মন্দির, চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট কালীবাড়ী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ফেনী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গাজী হাবিব উল্লাহ মানিক, দাগনভূঁঞা উপজেলা বিএনপির আহবায়ক আকবর হোসেন, সোনাগাজী উপজেল বিএনপির আহবায়ক জয়নাল অবদীন বাবলু, সদস্য সচিব সৈয়দ আলম ভূঁঞা, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঁঞা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম, চরদরবেশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার সহ সফরসঙ্গী হিসেবে সোনাগাজী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।