ঢাকা মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

দেশ অস্থিতিশীল করতে চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ ও ভারত: ফারুক

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০১:১৫ পিএম
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি- সংগৃহীত

সকল দাবি-দাওয়া নির্বাচিত সরকারের জন্য রেখে দিতে আন্দোলনরত রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, দেশ অস্থিতিশীল করতে আওয়ামী লীগ ও ভারত চেষ্টা করে যাচ্ছে।

বৃহস্পতিবার সকালে ঢাকাস্থ সেনবাগ ফোরামের আয়োজনে দেশের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পাহাড়ে কারা অশান্তি সৃষ্টি করছে, তা খুঁজে বের করতে এ সময় সরকারের প্রতি আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক।

বিএনপির এ নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী ঐক্য যারা বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। মানুষ শান্তি চায়, ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়।’