ঢাকা রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বাড়ি থেকে তুলে নিয়ে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৫, ১২:০২ পিএম
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় নেতা নজরুল ইসলাম নজিরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (১৬ আগস্ট) রাতে উপজেলার শীতল গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নজরুল ইসলাম নজির নাকাই ইউনিয়ন শাখার ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাতের আঁধারে দুর্বৃত্তরা তাকে বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের স্থান থেকে রক্তের দাগ ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে পুলিশ।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিহতের পরিবার ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা এই হত্যাকাণ্ডকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছেন।

তাদের অভিযোগ, নজরুল ইসলাম নজির স্থানীয় পর্যায়ে সক্রিয় ছিলেন এবং পূর্ব থেকেই তিনি নানা ধরনের হুমকির মুখে ছিলেন।

এদিকে, এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। নিহতের পরিবার ও সহযোগীরা সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে গাইবান্ধা জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’