গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ হতে অনেকগুলো কাজ হাতে নেয়া হয়েছে। ইজতেমা শুরুর নির্ধারিত সময়ের আগেই সব কাজ সম্পুর্ন করা হবে বলে জানিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রসাশক ও ঢাকা বিভাগীয় কমিশনার সরফুদ্দিন আহমেদ চৌধুরী। দুপুরে ইজতেমা মাঠের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ইজতেমা কর্তৃপক্ষের ডিমান্ড ছিলো চটের পরিবর্তে টিনের, তাদের চাহিদা অনুযায়ী সে বিষয়ে উদ্যেগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, ইজতেমায় যাতে মুসুল্লিরা নির্বিগ্নে আসতে ও যেতে পারে সে বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে, আমরাও কাজ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, সিটি কর্পোরেশনের সিও এস এম শফিউল আজমসহ অন্যান্য কর্মকর্তাগন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন