ঢাকা রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

গাজীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক  

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুন ৩, ২০২৫, ১১:৫৫ এএম
শ্রমিকদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে আইনশৃঙ্খলা বাহিনী। ছবি- সংগৃহীত

গাজীপুরের শ্রীপুর উপজেলার ডিবিএল গার্মেন্টসে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫০ জনের বেশি শ্রমিক আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

মঙ্গলবার (৩ জুন) সকালে এক শ্রমিকের আত্মহত্যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভ শুরু করেন কারখানার শ্রমিকরা। একপর্যায়ে আন্দোলন সহিংস রূপ নেয়, তখনই পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

শ্রমিকদের অভিযোগ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অনেক শ্রমিক আহত হন এবং কারখানার সামনের সড়কে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি মো. আব্দুল বারিক বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। তবে গুলি বা টিয়ারসেল নিক্ষেপের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।