সোমবার, ২৮ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৩ পিএম

ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ, ১৭ ঘণ্টায়ও সন্ধান মেলেনি

গাজীপুর (টঙ্গী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৫, ০২:২৩ পিএম

অপরিকল্পিত ড্রেনেজে দুর্ঘটনা, ম্যানহোলে পড়ে নারীর খোঁজ মেলেনি ১৭ ঘণ্টায়ও। ছবি- রূপালী বাংলাদেশ

অপরিকল্পিত ড্রেনেজে দুর্ঘটনা, ম্যানহোলে পড়ে নারীর খোঁজ মেলেনি ১৭ ঘণ্টায়ও। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঢাকনা ছাড়া একটি ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। নিখোঁজের ১৭ ঘণ্টা পেরিয়ে গেলেও তাকে এখনো পাওয়া যায়নি।

রোববার (২৭ জুলাই) রাত সোয়া ৯টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ওই নারী ম্যানহোলে পড়ে যান। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করলেও এখনো পর্যন্ত সফলতা আসেনি।

জানা যায়, নিখোঁজ নারীর নাম ফারিয়া তাসনিম সিদ্দিকী জ্যোতি (২৪)। তিনি রাজধানীর মিরপুর-১০ নম্বর সেক্টরে বসবাস করতেন এবং ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠান মনি ট্রেডিংয়ে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। জ্যোতি চুয়াডাঙ্গা জেলার ৪ নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার মৃত ওলিউল্লাহ আহাম্মদ বাবলুর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে তিনি টঙ্গীর ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে এসেছিলেন।

স্থানীয়রা জানিয়েছেন, টানা বৃষ্টির কারণে গন্তব্যে ফেরার পথে হোসেন মার্কেট এলাকায় হাসপাতালের সামনের খোলা ম্যানহোলে পড়ে যান জ্যোতি। পানির তীব্র স্রোতে তিনি মুহূর্তেই তলিয়ে যান। আশপাশের লোকজন প্রাথমিকভাবে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের দল এসে উদ্ধার অভিযান শুরু করেন।

এলাকাবাসী অভিযোগ করেন, সড়কের পাশে থাকা ১২ ফুট প্রশস্ত ড্রেন সংকুচিত করে ৬ ফুটে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বর্ষাকালে চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে এই ধরনের দুর্ঘটনা প্রতিবারই ঘটছে বলে তারা জানান।

ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিটের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, ‘ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। দিনের পর দিন বৃষ্টির কারণে এটি পানিতে পূর্ণ হয়ে তীব্র স্রোত সৃষ্টি হয়েছে। আমরা এখনো নিরবচ্ছিন্নভাবে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছি।’

Shera Lather
Link copied!