ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

৪ বাতি-ফ্যান ও এক ফ্রিজের বিল ১১ লাখ টাকা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৩:২৯ এএম
৪ বাতি-ফ্যান ও এক ফ্রিজের বিল ১১ লাখ টাকা। ছবি- সংগৃহীত

মাত্র দুটি সিলিং ফ্যান, দুটি বৈদ্যুতিক বাল্ব ও একটি ফ্রিজ চালিয়েও বিদ্যুৎ বিল এসেছে ১০ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা! এ ঘটনা ঘটেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার গাড়ারণ গ্রামে। ভুক্তভোগী ঝালমুড়ি বিক্রেতা মো. আবদুল মান্নান এই ‘ভুতুড়ে বিল’ পেয়ে চরম হতাশায় ভুগছেন।

জানা গেছে, মান্নানের স্ত্রীর নামে পল্লী বিদ্যুতের সংযোগ রয়েছে। গত রোববার (২৭ জুলাই) দুপুরে বিদ্যুৎ বিভাগের কর্মীরা জুলাই মাসের বিল নিয়ে গেলে তিনি চমকে ওঠেন। অথচ এর আগের মাসগুলোতে তাঁর বিদ্যুৎ বিল ছিল যথাক্রমে এপ্রিল-১৪০ টাকা, মে-১১৫ টাকা, জুন-১২৬ টাকা।

আবদুল মান্নান বলেন, ‘আমরা গরিব মানুষ। এমন বিল দেখে মাথা ঘুরে গেছে। সারা জীবনেও এত বিদ্যুৎ খরচ করা সম্ভব না। এখন অফিসে ঘুরতে হবে-এটা বিরাট হয়রানি।’

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর শ্রীপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আনোয়ারুল আলম বলেন, ‘এটি স্পষ্টতই একটি ত্রুটি। বিলটি সংশোধন করা হবে। পাশাপাশি দায়িত্বে থাকা কর্মীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

তারা বলছেন, এমন ভুল একজন দরিদ্র মানুষের জন্য চরম ভোগান্তির কারণ।