ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

পদ্মা এক্সপ্রেস লাইনচ্যুত, রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৯:৫০ পিএম
পদ্মা এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি। ছবি- সংগৃহীত

গাজীপুরের জয়দেবপুরে রাজশাহী থেকে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

শনিবার (৯ আগস্ট) রাত ৯ টার দিকে জয়দেবপুর রেল ক্রসিং এ ঘটনা ঘটে। এর প্রভাবে শিববাড়ি টু জয়দেবপুর সড়কপথও বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকার কমলাপুর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন জয়দেবপুর জংশনে প্রবেশ করার সময় পয়েন্টের ভুলের কারণে ব্রডগেজ লাইনে ট্রেনের ইঞ্জিন আর কোচ লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরউজ্জামান বলেন, ইঞ্জিনসহ দুই-তিনটা কোচ লাইনচ্যুত হয়েছে। বর্তমানে এ জংশন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিববাড়ি-রাজবাড়ি সড়কে যান চলাচলও বন্ধ রয়েছে।