ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

একটি রাজনৈতিক দল ছাড়া সবাই পিআর চায় : বুলবুল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ১২:৫১ পিএম
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বলেছেন, একটি রাজনৈতিক দল ছাড়া দেশের সব রাজনৈতিক দলই পিআর পদ্ধতি চায়।

রোববার (১২ অক্টোবর) দুপুরে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বুলবুল বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতেই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। প্রচলিত পদ্ধতিতে একটি দল স্বৈরাচারী হয়ে উঠতে পারে, কিন্তু পিআর পদ্ধতিতে তা সম্ভব নয়। এই ব্যবস্থায় সব ভোটের মূল্যায়ন হয়।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সংবিধান বারবার সংস্কারের মাধ্যমে দলীয় সংবিধানে পরিণত হয়েছে। তাই আমরা সংবিধান সংস্কার চাই।’

জামায়াতের এই নেতা উল্লেখ করেন, নির্বাচনের আগে গণভোট হতে হবে, তবে নির্বাচনের সঙ্গে একযোগে গণভোট গ্রহণ অগ্রহণযোগ্য। তার মতে, জুলাই সনদকে গণভোটের মাধ্যমে সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং সেই সনদের ভিত্তিতেই নির্বাচন আয়োজন করতে হবে।

এ সময় নূরুল ইসলাম বুলবুল জানান, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামী ৫ দফা গণদাবি উত্থাপন করেছে।

জামায়াত ইসলামী ঘোষিত পাঁচ দফা দাবিগুলো হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করা। জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা। অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।