ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে অনুমোদনহীন ফিলিং স্টেশন বন্ধ, জরিমানা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ১০:১৯ পিএম
কালিয়াকৈরে প্রতিষ্ঠানে অভিযানে ভ্রাম্যমাণ আদালত। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে অনুমোদনহীনভাবে পরিচালিত একটি ফিলিং স্টেশনে ডিজেল ও অকটেন কম দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টেশনটি বন্ধ ঘোষণা করেছে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভান্নারা এলাকায় মোস্তাকিন ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন কালিয়াকৈরের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীল আফরোজ।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) গাজীপুরের সহকারী পরিচালক কাউসার আলী জানান, স্টেশনটি ডিজেলে প্রতি ৫ লিটারে ৭০ মিলিলিটার এবং অকটেনে প্রতি ৫ লিটারে ৪০ মিলিলিটার করে কম সরবরাহ করছিল।

ওজনে কম দেওয়ায় এবং বিএসটিআই-এর কোনো অনুমোদন না থাকায় এই ব্যবস্থা গ্রহণ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট দীল আফরোজ জানান, প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়েছে।

এ ধরনের অনিয়ম প্রতিরোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।