ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

গাজীপুরে যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম
জুনায়েদ হোসেন লিয়ন। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাপাসিয়ায় ধর্ষণ মামলা, মদ্যপান, দখল ও চাঁদাবাজির অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারাদেশে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক সদস্যপদ বাতিল করে তাকে সব পর্যায়ের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ ছাড়া, বহিষ্কৃত নেতাদের কোনো অপকর্মের দায় দল গ্রহণ করবে না এবং তাদের সঙ্গে যুবদলের নেতাকর্মীদের সাংগঠনিক কোনো সম্পর্ক রাখার অনুমতি নেই।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, ‘তার বিরুদ্ধে জমি দখল, বাস স্ট্যান্ড দখল, বিভিন্ন প্রতিষ্ঠান দখল, বিভিন্ন নেতার কর্মী ও বিভিন্ন স্থানে চাঁদাবাজি, নারী ধর্ষণ এবং মদ্যপানসহ বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় দলের কেন্দ্রীয় যুবদলের সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’