গাজীপুরের কাপাসিয়ায় চকলেট খেয়ে পঞ্চম শ্রেণির ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) টিফিনের সময় এ ঘটনা ঘটে। তারা সবাই উপজেলার টোক ইউনিয়নের ১৬ নং কাঁশেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার টিফিনের সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের পাশের দোকান থেকে ‘আঁখি মিল্ক লজেন্স’ কিনে খায়। কিছুক্ষণ পর তাদের বমি শুরু হয় এবং তারা অস্বাভাবিকভাবে বুকে আঘাত করতে থাকে। সহপাঠীরা বিষয়টি প্রধান শিক্ষককে জানালে তিনি দ্রুত পদক্ষেপ নেন।
প্রধান শিক্ষক ঝর্না আক্তার জানান, অসুস্থ শিক্ষার্থী সিহাব, মিম আক্তার, চম্পা, সুবর্না, সুমাইয়া, মিম ও মারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং তুহিন নামে অপর এক শিক্ষার্থীকে টোক ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি ফিরে গেছে এবং তারা বর্তমানে আশঙ্কামুক্ত।
দোকানদার জাহানারা বলেন, ‘দীর্ঘদিন ধরে টোক নয়ন বাজারের আমির উদ্দিনের কাছ থেকে পাইকারি মাল এনে বিক্রি করি। আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। আজ লজেন্স খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে আমি নিজেই তাদের হাসপাতালে পাঠাই।’
ধারণা করা হচ্ছে, নিম্নমানের বা অস্বাস্থ্যকর চকলেট খাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন