ঢাকা বৃহস্পতিবার, ০২ অক্টোবর, ২০২৫

প্রতিমা বিসর্জনের সময় নৌকাডুবিতে ২ শিশু নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৫, ০৮:৪৬ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌকাতে করে প্রতিমা বিসর্জন। ছবি- ভিডিও থেকে নেওয়া

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীর দিন একটি ইঞ্জিনচালিত নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো তন্ময় ও অঙ্কিতা। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলার দক্ষিণ হিজলতলী গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়া দশমী উপলক্ষে সন্ধ্যার দিকে কালিয়াকৈরের তুরাগ নদীতে একটি শ্যালো নৌকা অন্য একটি নৌকার সঙ্গে ধাক্কা খায়। এতে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। 

এ সময় নৌকায় শিশুসহ ১৮-২০ জনের মতো লোক ছিল। অন্যরা সবাই সাঁতরিয়ে পাড়ে উঠতে পারলেও দুই শিশু এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।

খবর পেয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাওছার আহাম্মেদ, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

কালিয়াকৈর ইউএনও জানান, শিশুদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, ‘নৌকাডুবির ঘটনায় দুই শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম পরিচালনা করবে।’