ঢাকা সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫

টঙ্গীতে পলিথিন গুদামে ভয়াবহ আগুন

মো. তাওহীদ কবির, টঙ্গী
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৫, ১১:০৭ এএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর মহানগরীর টঙ্গীতে আগুন লেগে একটি কাপড় তৈরীর কারখানা ও পলিথিনের গুদাম পুড়ে গেছে।

সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড মাছিমপুর এলাকার মেসার্স সত্যরঞ্জন ও রনি কাটিং সেন্টার নামক কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোমবার সকালে টঙ্গীর স্টেশন রোড এলাকায় কারখানাটিতে হঠাৎ ধোয়ার কুন্ডুলী দেখতে পান। পরে ফায়ার সার্ভিসে খবর পাঠালে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার ভেতরে থাকা কাপড় ও পলিথিন পুড়ে যায়।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহীন আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি।