গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় একটি পলিথিন গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার (৬ অক্টোবর) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনার জন্য কাজ চালিয়ে যাচ্ছেন।