ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

গাজীপুরে আগুনে পুড়ল ৭ দোকান, ৩০ লাখ টাকার ক্ষতি

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ১২:৪৬ পিএম
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে ছাই। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুরের কোনাবাড়ীতে আগুনে ৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

সোমবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, সোমবার রাত দেড়টার দিকে মহানগরীর কোনাবাড়ী পুকুরপাড়  এলাকায় খোকনের লেপ তুষকের দোকান থেকে আগুনের সূত্রপাত। পরে তা মুহূর্তের মধ্যে আশপাশে থাকা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। 

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে ধারাণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।