গাজীপুরের কোনাবাড়ীতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যার ২৪ ঘণ্টার মধ্যে সন্দেহভাজন দুইজনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন: কুড়িগ্রামের নন্দু নেপড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে আইনুল ইসলাম ওরফে বুলেট (২২), বাগেরহাটের গজারিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে রাজীব(২০)।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ভিকটিম ইমরান এবং তার স্ত্রী রহিমা খাতুন উভয়ে একসাথে কোনাবাড়ী থানাধীন বাইমাইল নওয়াব আলী মার্কেটের একতা ভিলা, জহিরুল ইসলাম ওরফে জহিরের বাড়ীর ৫ম তলায় ভাড়া নিয়ে বসবাস করতেন।
ঘটনার বিবরণে বলা হয়েছে, গত শনিবার রাতে অজ্ঞাতনামা আসামিরা রুমের ভিতরে প্রবেশ করে ধারালো ছুরি দিয়ে রহিমা খাতুনের গলার শ্বাসনালি কেটে হত্যা করে।
এছাড়া তারা ভিকটিম ইমরানকে হত্যা করার উদ্দেশ্যে গলা কেটে গুরুতর আহত করে পালিয়ে যায়।
খবর পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ ইমরানকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই আব্দুর রহিম অজ্ঞাত আসামি করে কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব কর্মকর্তা জানান, গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান চালিয়ে অজ্ঞাত আসামিদের ধরার জন্য অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে নরসিংদী জেলার মাধবদী থানাধীন আলগী এলাকা থেকে বুলেট এবং বাগেরহাট জেলার কচুয়া থানাধীন দেপাড়াবাজার এলাকা থেকে রাজিবকে আটক করা হয়।
আটককৃতদের পরে কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন