ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

গাজীপুরে ৮ ঘণ্টার ব্যবধানে একই এলাকায় দুই স্থানে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:৪৭ পিএম
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী আমবাগান এলাকায় ৮ ঘণ্টার ব্যবধানে দুটি স্থানে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় কোনাবাড়ী আমবাগান কমিশনার মার্কেট এলাকার একটি ঝুট গোডাউন থেকে আগুনের সূত্রপাত।

খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে।

পরে গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিস থেকে আরও দুটি ইউনিট এসে সহায়তা দেয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার রাত ৯টায় একই এলাকার বোর্ডঘর এলাকায় শাহজাহান মিয়ার সেমিপাকা টিনসেট রুমে আগুন লাগে।

কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুনে প্রায় ৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

পৃথক আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক মো. সাইফুল ইসলাম।