হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের তিন নম্বর কূপে দীর্ঘদিনের সংস্কার কার্যক্রমের পর সফলভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) কূপটিতে গ্যাসের প্রবাহ ধরা পড়েছে বলে নিশ্চিত করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)।
রোববার (৬ সেপ্টম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিয়ে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই তিন নম্বর কূপ থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫.৫৫ বিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস আহরণ সম্ভব হবে। গ্যাসের পাশাপাশি কূপ থেকে মূল্যবান উপজাত ‘কনডেনসেট’ও পাওয়া যাবে, যা শক্তি খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বর্তমানে প্রতি ঘনমিটার এলএনজির বাজারমূল্য ৬৫ টাকা বিবেচনায়, রশিদপুর তিন নম্বর কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস আহরণ সম্ভাবনা রয়েছে।
এসজিএফএল জানায়, তারা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড এক্সপ্লয়টেশন কোম্পানি (বাপেক্স) যৌথভাবে তিন নম্বর কূপের সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন করেছে। এছাড়া এসজিএফএলের অধীনে সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপের খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপের সংস্কারকাজ চলমান রয়েছে।
এসজিএফএল আশা প্রকাশ করেছে, এই সকল কার্যক্রম সফলভাবে শেষ হলে দেশের গ্যাস উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং জাতীয় শক্তি নিরাপত্তায় বড় অবদান রাখবে।