হবিগঞ্জের মাধবপুর পৌরসভার কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর দীর্ঘদিন ধরে মাছের আড়ৎ বসায় শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের দুর্গন্ধে বিদ্যালয় ও আশপাশের এলাকাজুড়ে বিরূপ পরিবেশ সৃষ্টি হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও এলাকাবাসীর পক্ষ থেকে আড়ৎ সরানোর দাবি বারবার জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে ছোট শিশুদের নানা রোগবালাই দেখা দিচ্ছে। এছাড়া আড়ৎকে কেন্দ্র করে বাজারের লোকজন বিদ্যালয়ের ভেতরে প্রস্রাব-পায়খানা করায় পরিবেশ মারাত্মকভাবে দুষিত হচ্ছে।
কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিফাত আরা বেগম জানান, ২০-২৫ বছর ধরে বিদ্যালয়ের সামনে মাছের আড়ৎ রয়েছে। প্রতিদিন শিক্ষার্থী ও শিক্ষকরা দুর্গন্ধের কারণে অস্বস্তিকর পরিবেশে পড়াশোনা করতে বাধ্য হচ্ছে। আমরা বহুবার স্থানান্তরের দাবি জানিয়েছি, কিন্তু এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, শিক্ষার্থীদের পাঠের সুবিধার্থে আড়ৎটি সরিয়ে খাষ্টিনদী ব্রিজের কাছে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। শিগগিরই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।