প্রাকৃতিক দুর্যোগের দেশ বাংলাদেশ। ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর পরিবর্তনের কারণে ঝড়, বন্যা, খরা, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের পাশাপাশি বজ্রপাতও প্রতি বছর বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে। এ অবস্থায় বজ্রপাত থেকে সুরক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৫০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে সরিষাবাড়ীর সাতপোয়া-মাইজবাড়ী সংযোগ সড়কের দুই পাশে এ চারা রোপণ কার্যক্রম পরিচালনা করা হয়। দেশব্যাপী বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশন এ উদ্যোগ নেয়।
চারা রোপণের পাশাপাশি স্থানীয় কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভারও আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জাকিয়া সুলতানা।
এ সময় আরও বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দিলরুবা ইয়াসমিন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, স্কয়ার ক্রপ কেয়ার ডিভিশনের প্রোডাক্ট এক্সিকিউটিভ কৃষিবিদ লিতুন আহমেদ লাবিব, জোনাল সেলস ম্যানেজার মিজানুর রহমান ও ফিল্ড ম্যানেজার আব্দুল আউয়াল আজাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বজ্রপাত বন্ধ করা সম্ভব নয়, তবে এর ক্ষতি কমানো সম্ভব। মাঠে পর্যাপ্ত গাছপালা না থাকায় কৃষকরা বজ্রপাতে বেশি ক্ষতিগ্রস্ত হন। এ কারণে তালগাছের মতো গাছ লাগালে ঝুঁকি অনেকাংশে কমবে।’
আয়োজকরা জানান, সরিষাবাড়ী ছাড়াও দেশের অন্যান্য বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছের চারা রোপণ অব্যাহত থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন