ইন্দোনেশিয়ার সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন এ চুক্তির ফলে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর আমেরিকার আরোপ করা শুল্ক ১৯ শতাংশে নেমে এসেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার ইন্দোনেশিয়ার সঙ্গে এ চুক্তি ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানান, ইন্দোনেশিয়া থেকে আসা পণ্যের ওপর আমেরিকা ১৯ শতাংশ শুল্কারোপ করবে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির সঙ্গে শিগগিরই আরও কয়েকটি চুক্তি হবে। একই সঙ্গে ওষুধের ওপর পরিকল্পিত নতুন শুল্ক নিয়েও জানান ট্রাম্প। ট্রাম্প আবারও জোর দিয়ে জানান, বাণিজ্য ঘাটতি কমাতে আরও ‘সুষ্ঠু’ শর্তে চুক্তি চায় আমেরিকা। ছোট ছোট অনেক দেশের জন্য শুল্কহার নির্ধারণে শিগগিরই চিঠি পাঠানো হবে বলে জানান তিনি। এর আগে গত সপ্তাহে ইন্দোনেশিয়ার পণ্যের ওপর ৩২ শতাংশ শুল্কারোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প। দেশটির সরকারের কাছে পাঠানো এক চিঠিতে বলা হয়েছিল, ওই শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে। তবে নতুন করে আরোপ হওয়া শুল্ক কবে থেকে কার্যকর হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মার্কিন প্রেসিডেন্ট।
আপনার মতামত লিখুন :