বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৫৯ পিএম

বগুড়ায় জোড়া নারী খুন, আরেক নারী আহত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৫, ১১:৫৯ পিএম

স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করছেন। ছবি- রূপালী বাংলাদেশ

স্থানীয়রা ঘটনাস্থলে ভীড় করছেন। ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়া শহরতলির ইসলামপুরে হরিগাড়িতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও  একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার পর এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—লাইলি খাতুন (৭০) মৃত আব্দুল কুদ্দুসের স্ত্রী ও হাবিবা বেগম (২২ ) মো. পারভেজের স্ত্রী এবং আহত বন্যা খাতুন (১৮) মো. বুলবুলের মেয়ে। তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তারা সদরের হরিখালী ইসলামপুর হরিগাড়ি গ্রামের বাসিন্দা।

প্রাথমিকভাবে স্থানীয়দের ধারণা, পারিবারিক দ্বন্দ্ব, জমিজমা সংক্রান্ত বিরোধ বা পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার পর অজ্ঞাত এক বা একাধিক দুর্বৃত্ত ওই তিন নারীকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপ দেয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।

চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা শেষে লাইলী বেওয়া ও হাবিবা বেগমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত বন্যা খাতুনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আতঙ্কে অনেকেই ঘর থেকে বের হচ্ছেন না। বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান ওসি।

Shera Lather
Link copied!