গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন নারায়ণগঞ্জের এনসিপি নেতা-কর্মীরা।
বুধবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
এ সময় স্লোগান দিতে দিতে রাস্তার ওপর বাঁশ ফেলে সব লেনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেন এনসিপির নেতা-কর্মীরা। প্রায় ২০ মিনিট অবরোধ চলার পর নেতা-কর্মীরা একপাশে সরে যান এবং আংশিক যানচলাচল স্বাভাবিক হয়।
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন বলেন, ‘গোপালগঞ্জে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না হওয়ায় তারা বারবার ছাত্র-জনতার ওপর হামলা চালাচ্ছে। প্রশাসন যদি ব্যর্থ হয়, তাহলে এই অন্যায়ের বিচার আমরা জনগণই করব।’
জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতেই আমাদের কর্মসূচিতে হামলা হয়েছে। এ ঘটনা অত্যন্ত দুঃখজনক ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।’
তিনি দ্রুত হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন