যশোরের ঝিকরগাছায় পূর্ব শত্রুতার জেরে এসিড হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ৮টার পর গদখালী এলাকায় একই পরিবারের শিশু ও নারীসহ তিনজনের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে।
আক্রান্তদের মধ্যে আট বছর বয়সী ইয়ানূর নামের এক শিশুর অবস্থা আশঙ্কাজনক।
এসিডে দগ্ধ হয়েছেন গদখালী ৪নং ওয়ার্ডের বাসিন্দা জামাত হোসেনের সন্তান ইয়ানূর (৮), তার মেয়ে রিপা খাতুন (২৬) এবং জামাতের স্ত্রী রাহেলা খাতুন (৪৮)।
তারা সবাই যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঠবাড়ি গ্রামের ফজলুর বাড়ির কাজের লোক জসিম এই এসিড হামলার মূল অভিযুক্ত।
বৃহস্পতিবার রাত ৮টার পর সে জামাত হোসেনের বাড়ির জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে।
জানা গেছে, অভিযুক্ত জসিম দীর্ঘদিন ধরে রিপা খাতুনকে বিয়ের প্রলোভন দিয়ে আসছিল। রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জসিম ক্ষিপ্ত হয়ে এই হামলা চালায়।
এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।